কৃষি সংবাদ ডেস্কঃ সিভাসু’তে দিনব্যাপী কর্মশালা:পাঠ্যসূচি প্রণয়নের ওপর সিভাসু’তে দিনব্যাপী কর্মশালা আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘Consultative workshop on development of undergraduate curricula and syllabus for the Faculty of Biotechnology and Genetic Engineering of CVASU’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় উক্ত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে চিফ পেট্রোন হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল। সভাপতিত্ব করবেন ‘বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ অনুষদের সিলেবাস প্রণয়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী।
বিকেল ৪টায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান-এর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. হাসিনা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র সাবেক তিন উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি এবং প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিশ^বিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী ও গবেষকগণ উপস্থিত থাকবেন।