Site icon

পানগুছি নদীতে ৫ লক্ষ পার্শে পোনা জব্দ, আটক ১০ জেলে

পানগুছি নদীতে

পানগুছি নদীতে

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ৫ লক্ষ পার্শে মাছের পোনা ও ট্রলারসহ ১০জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২২ জানুয়ারি) ভোরে গোপন সংবাদেরে ভিত্তিতে মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ ওই পোনাগুলোকে জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে জেলেদের ছেড়ে দেওয়া হয়। এবং পোনাগুলো ওই নদীতে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড, শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ লক্ষ পার্শে পোনা ও একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করি। পরবর্তীতে মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলে ও ট্রলার মালিকদের ১৫ হাজার টাকা জরিমানা এবং পোনাগুলো অই নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলীর উপস্থিতিতে পোনাগুলো পানগুছিতে অবমুক্ত করা হয়েছে। ট্রলারটি সুন্দরবনের ভোলানদীর সোনারচর এলাকা থেকে বাগেরহাটের রামপাল যাচ্ছিল বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা

Exit mobile version