পেয়ারার নতুন রোগ সনাক্ত করলেন পবিপ্রবির একদল গবেষক

পেয়ারার নতুন রোগ

পেয়ারার নতুন রোগমোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধিঃ

পেয়ারার নতুন রোগ ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেয়ারার এক ধরনের নতুন পচা রোগ সনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়টির একদল গবেষক। গবেষকরা বলছেন, প্রথমে পেয়ারার গায়ে সাদা এক ধরনের ছত্রাক দিয়ে লক্ষণ শুরু হলেও পরে পেয়ারার দ্রুত পচন বাড়তে থাকে এবং গাছের সকল পেয়ারা নিচে ঝরে পড়ে। গবেষক দলের প্রধান অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, পটুয়খালী জেলার দুমকি উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন পেয়ারা গাছে ২০১৭ সালের বর্ষা মৌসুমে এক নতুন ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এই রোগটি বর্ষা মৌসুমে বেশি দেখা যায়। ফলে হুমকির মুখে পড়ে যায় পেয়ারার চাষ।

তিনি আরো বলেন, তার নেতৃত্বে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের ড. নেছার উদ্দিন আহমেদ ও শিক্ষার্থী মোঃ রুবেল মাসুদ ও শাহ আলম সহ পাঁচজনের একটি গবেষক দল রোগটির কারন অনুসন্ধানের জন্য গাছের আক্রান্ত ফল সংগ্রহ করে বিভাগীয় গবেষণাগারে ২০১৭ সালের জুন মাস থেকে ২০১৮ সাল পর্য়ন্ত গবেষণা চালিয়ে রোগটির কারন হিসেবে Phytophthora fruit rot    নামক এক ধরনের ছত্রাক চিহ্নিত করেন। রোগটি হচ্ছে ফাইটোফথোরা ছত্রাক জনিত রোগ। ছত্রাকটির বৈজ্ঞানিক নাম Phytophthora nicotianae। ভারতে এই রোগটি ২০০৭ সালে প্রথম পরিলক্ষিত হয়। তিনি আরো বলেন, জুন থেকে অক্টোবর মাসের মধ্যে বিশেষ করে বর্ষা মৌসুমে  গাছের পরিপক্ক ফলে রোগটি আক্রান্ত করে। বাতাসে আর্দ্রতা খুব বেশী থাকলে ৩/৪ দিনের মধ্যে সংক্রমিত পেয়ারার পুরো পৃষ্ঠ ছত্রাকের সাদা মাইসেলিয়ম দ্বারা আবৃত হয়ে যায়। পেয়ারার নতুন রোগবেশিরভাগ আক্রান্ত ফল মাটিতে ঝরে পড়ে। ঘন পাতা দিয়ে আবৃত ফলগুলো দ্রুত আক্রান্ত হওয়ার প্রবনতা বেশী পরিলক্ষিত হয়। সাদা মাইসেলিয়াম দ্বারা আবৃত ফলের ভিতরের টিস্যু নরম হয়ে যায় এবং রং পরিবর্তন হয়। আর্দ্র আবহাওয়া, তাপমাত্রা ২৮-৩২০ সে., ঘনভাবে গাছ লাগানো, দূর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা, ফলে ক্ষত তৈরী হওয়া রোগের অনুকূল অবস্থা। বৃষ্টিচ্ছটায় ছত্রাক স্পোর ছড়িয়ে পড়ে রোগটির বিস্তার ঘটায়। মাটিতে স্পোর হিসেবে এক মৌসুম  থেকে অন্য মৌসুম  পর্যন্ত ছত্রাকটি বেঁচে থাকে।

গবেষক জেহাদ পারভেজ বলেন, পেয়ারার চাহিদা দেশে এবং বিদেশেও অনেক। ফলে এর চাষ আমাদের দেশে বেড়ে চলছে। এর রপ্তানির সম্ভাবনাও অনেক। আমাদের গবেষক দল বাংলাদেশে এই প্রথম ছত্রাকের নরম পচা রোগটির সন্ধান পেল। রোগটি অনুকূল আবহাওয়ায় মারাতœক ক্ষতি সাধন করে। রোগটি এক পর্যায়ে পুরো গাছের সব পেয়ারা সংক্রমিত করে। এতে পেয়ারা চাষের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরবর্তীতে রোগটি কিভাবে নিয়ন্ত্রন করা যায় এ বিষয়ে আমাদের গবেষনা করার পরিকল্পনা আছে। তা না হলে একটি সম্ভাবনাময় ফসলের চাষ শুরুতেই চরমভাবে বাধাগ্রস্ত হবে। তিনি আরো বলেন, এখন আমাদের একটাই টার্গেট Phytophthora fruit rot    নামক এক ধরনের ছত্রাক নিয়ে মলিকুলার লেভেলে কাজ করা এবং এর দ্বরা ঘটিত রোগের উপযোগী দমন ব্যবস্থা বের করা।  পেয়ারা এ অঞ্চলের একটি সম্ভাবনাময় ফল। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলায় পেয়ারা বানিজ্যিকভাবে চাষ বেশি হয়। সারা বছর চাষ হলেও জুনের মাঝামাঝি থেকে অক্টোবর এর মাঝামাঝি পর্যন্ত বেশি উৎপাদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *