Site icon

প্রাণিজ সম্পদের উন্নয়নে ভেটেরিয়ানদের এগিয়ে আসার আহবান : বাকৃবি উপাচার্য

 


আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:
প্রাণিজ সম্পদের উন্নয়নে ভেটেরিয়ানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এছাড়াও দেশের স্বার্থে বিশ্ববিদ্যালয় ও ইর্ন্টানশীপের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২এপ্রিল) ২০১০-১১ শিক্ষাবর্ষের ৮০ জন ভেটেরিনারিয়ানদের মাঝে ১৩ তম ইর্ন্টানশীপের সনদ বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১১ টার দিকে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে ওই বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ইলানকো বাংলাদেশের মার্কেটেং বিভাগের প্রধান ড. হুমায়ুর আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version