বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণি চিকিৎসকদের বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

প্রাণি চিকিৎসকদের বৈজ্ঞানিক সম্মেলন

 

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধিপ্রাণি চিকিৎসকদের বৈজ্ঞানিক সম্মেলন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “প্রাণির রোগ নিয়ন্ত্রনে প্রস্তুতি” প্রতিপাদ্য শীর্ষক প্রাণি চিকিৎসক ও গবেষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রির্সাচ (বিএসভিইআর) এর দুইদিনব্যাপী (২৮,২৯ জানুয়ারি) ২৩তম বৈজ্ঞানিক সম্মেলন হয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিএসভিইআর সভাপতি অধ্যাপক ড. মাহাবুব মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি সু লুজ, বিএসভিইআর অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিম আহম্মেদ, রেনেটা এনিমেল হেল্থ ডিভিশনের প্রধান মো. সিরাজুল ইসলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। বৈজ্ঞানিক সম্মেলন এর সঞ্চালনা করেন বিএসভিইআর এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বৈজ্ঞানিক সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করে।
১ম দিনে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সিম্পোজিয়াম, দুটি সাইন্টিফিক সেশন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
দুইদিনে মোট ৫টি সাইন্টিফিক সেশনে মোট ১০৬টি গবেষণাপত্র মৌখিক ও পোস্টার আকারে উপস্থাপন করা হবে।
এবারের  বৈজ্ঞানিক সম্মেলন এ “বি.এস.ভি.ই.আর এনুয়াল লেকচার এওয়ার্ড” এর জন্য মনোনীত হয়েছেন জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. থমাস ভালেনক্যাম্প।

সেমিনারে বক্তারা বলেন, অ্যানথ্রাক্স, নিপাহ ভাইরাস, ব্রুসেলোসিস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ডায়রিয়ার মতো ভয়াবহ রোগগুলো পশুপাখির মাধ্যমে মানব দেহে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী মানুষের দেহে সৃষ্ট ৭০ ভাগ রোগের জীবাণু বহন করে পশুপাখি। তাই মানবস্বাস্থ্য রক্ষায় প্রাণিস্বাস্থ্য ও এদের রোগ প্রতিরোধে বিশেষ নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *