রাজধানীতে চলছে দুই দিনব্যাপি প্রাণি সম্পদ বিষয়ক মেলা

প্রাণি সম্পদ বিষয়ক মেলা

নূরুল মামুন :

প্রাণি সম্পদ বিষয়ক মেলা শুরু হয়েছে রাজধানীর কৃষি খামার সড়কের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্ত্বরে। এর আগে গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ  ‘নিরাপদ প্রাণী আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রি সেবা সপ্তাহ উদ্বোধন করেনপ্রাণিসম্পদ বিষয়ক মেলা। এ উপলক্ষে  ফার্মগেটস্থ আ.কা.মু. গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে শুরু হয়েছে প্রাণিসম্পদ বিষয়ক মেলা।

এবারের এ মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬১টি স্টলে প্রদর্শিত হচ্ছে পোলট্রি-ডেয়রী বিষয়ক হেলথ্ পণ্য, যন্ত্রপাতি। মেলায় স্টলদাতারা আগ্রহী খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। দেশের খ্যাতনামা ফিড, চিকস্, এনিম্যাল হেলথ্ কোম্পানীর অংশগ্রহনে প্রথম দিন থেকেই মেলাটি জমে উঠছে। মেলায় অংশ নিয়েছে প্রসেসিং, ফারদার প্রসেসিং কোম্পানী। মেলায় নানা রকম দুগ্ধজাত প্রক্রিয়াজাতকৃত পোলট্রি, মিট ও ডেয়রী পণ্য পাওয়া যাচ্ছে।

সকাল ৯:৩০ টা থেকে সকলের জন্য উন্মুক্ত এ মেলাটি চলবে ২৪ ফেব্রুয়ারিসন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *