ফলদ,বৃক্ষ মেলায় কৃষি অফিসের ছাদে উৎপাদিত চারা,কাটিং ,বীজ বিতরন

ছাদে উৎপাদিত চারা

কৃষি সংবাদ ডেস্কঃ

ছাদে উৎপাদিত চারা ঃ সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের ছাদে উৎপাদিত  চারা , কাটিং,বীজ বৃক্ষমেলায় ছাদ বাগানীদের মাঝে  বিতরন করেন। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোস্তম আলী এর নিজস্ব উদ্যোগে গড়া ছাদ বাগান থেকে উৎপাদিত প্রায় ২৫ রকমের চারা,কাটিং,বীজ  আজ ১৪/০৯/২০১৯ তারিখ মঙ্গলবার বিকালে ১০০ জন বাগানীর মাঝে বিতরন করেন।

যেসব চারা বিতরন করেন তার উল্লেখযোগ্য হলো ড্রাগন,গাইনুরা,কলাবতী,সুর্ষমুখী,পুদিনা, তুলসী,কৈলাশ,বেবি টিয়াড়স,বার্ডস অফ প্যারাডাইস,লিলি,পাথর চুনা,পাথরকুচি,দুপুর চন্ডি,ইঞ্চিপ্লান্ট,কয়েক প্লান্ট,ল্যান্ড অরর্কিড,পুর্তলিকা,জেব্রা প্লান্ট,অপরাজিতা,লেমন গ্রাস,এলাচ,স্নেক প্লান্ট,বিটি বেগুন ইত্যাদি।উপজেলা কৃষি অফিসার জানান,ছাদ বাগানীদের ছাদ বাগানে উৎসাহিত করতে এসব চারা বিনামুল্যে বিতরন করেন।ছাদ বাগানে আগ্রহীগণ ছাদ বাগান তৈরী কলাকৌশল যাতে হাতে কলমে শিখতে পারে তাদের উৎসাহিত করতে ছাদ বাগান করা। ছাদে বাগানে আগ্রহীগণ অফিসে এসে পরামর্শের পাশাপাশি চাক্ষষ বাগান দেখে বাস্তব অভিজ্ঞতা  অর্জন করতে পারছেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *