পবিপ্রবির নয়া ভিসি হিসেবে প্রফেসর ড. মোঃ হারুনুর রশিদ নিয়োগ পেয়েছেন

জলবায়ুর ক্ষতিকর প্রভাব

 কৃষিসংবাদ ডেস্কঃ  পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  হিসেবে প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ এবং উপ-উপাচার্য PSTU-Photo1নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০১৭ তারিখ শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব  শাহনাজ সামাদ স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ আগামি চার বছরের জন্য এ নিয়োগ প্রধান করেছেন।

প্রজ্ঞাপন জারির পরপরই ওই দিনই বিকালে নব নিযুক্ত ভিসি ও প্রভিসি শিক্ষা মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগদান করেছেন। প্রফেসর ড. মোঃ হারুনুর রশিদ ১৯৭৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত রাশিয়া থেকে ব্যাচেলর, এম এস ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর  দেশে ফিরে এসে ১৯৮২ সালে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে কৃষিতত্ত্ব বিভাগে যোগদান করে শিক্ষাকতা  পেশা শুরু করেন। এরপর বিভিন্ন সময়ে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ডীন, রিজেন্ট বোর্ডের সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।

এদিকে গত ৬ তারিখ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ নানা পেশার মানুষ ফুলের বন্যায় ভাসিয়ে দিয়ে বরণ করে নেন নব নিযুক্ত ভিসি ও প্রো ভিসি মহোদয়কে। নবনিযুক্ত ভিসি ও প্রো ভিসি মহোদয় ঢাকা থেকে ক্যাম্পাসে পৌছঁলে শিক্ষার্থীরা রাস্তার দু ধারে দাড়িয়ে অভিনন্দন জানায়। ক্যাম্পাস গেটেই শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা কর্মচারী পরিষদ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর উপাচার্য ও প্রো উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নতুন উপাচার্য ও প্রো উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি করতে সকলের নিজ নিজ স্থল থেকে সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ  ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি মরহুম আব্দুল কাদের মাস্টারের জেষ্ঠ্য পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *