বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আমগাছের চারা বিতরণ

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী
নাহিদ বিন রফিক (বরিশাল) :

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী : আগামী বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে গতকাল বরিশালের বাবুগঞ্জের ধুমচর ফিরোজা হাবিবা নুরানী মাদ্রাসায় আমগাছের চারা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক, নুরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. সরোয়ার হোসেন, আনোয়ার উদ্দিন আলিম মাদ্রাসার শিক্ষক মো. মকবুল হোসেন, আদর্শ কৃষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। পরে মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা লাগানো হয়। রোপণশেষে পরবর্তী পরিচর্যা, সার ব্যবস্থপনা এবং রোগ-পোকা দমন সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেয়া হয়।

এর আগে বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী মো. সাজ্জাদুল ইসলাম, উপ-আঞ্চলিক পরিচালক মো. আনছার উদ্দিন, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. মোহসিন মিয়া, উপ-আঞ্চলিক প্রকৌশলী আবদুল্লাহ নুরুস সাকলাইন, সহকারি পরিচালক খালিদ মাহমুদ, মো. শফিকুল ইসলাম প্রমুখ।

রহমতপুরস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হতে সরবরাহকৃত বারি আম-৩ জাতের আমের চারা উভয় প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে প্রদান করা হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *