Site icon

বন্ধু মানে আয়না : সিলেটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী

কৃষি সংবাদ ডেস্কঃ

আজ ২৬ নভেম্বর সিলেটে “বন্ধু মানে আয়না” নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নগরীর রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় এই প্রদর্শনীর আয়োজন করেছে স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া। চলচ্চিত্রটির পরিচালক খলিলুর রহমান ফয়সাল জানিয়েছেন, “বন্ধুত্ব ও মানবজীবনের সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশে তেমন কোন ভালো প্ল্যাটফর্ম নেই। তাই নিজেরাই উদ্যোগী হয়ে সিলেট শহরেই প্রিমিয়ারের ব্যবস্থা করেছি।”

প্রিমিয়ার শেষে চলচ্চিত্রটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিচালক। বন্ধু মানে আয়না চলচ্চিত্রে অভিনয় করেছেন তাসমিয়া কানিজ আহমেদ, অপিউর রহমান, ইয়ামিন ওসমান ইউহান, রেদওয়ানা তাবাসসুম বহ্নি, সাবিহা নাসরিন তৃণা, নওরিন তন্বী, মাহির চৌধুরী প্রমুখ। স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়–য়া কমিউনিটি ডেভেলাপমেন্টে বিশেষ অবদানের জন্য সারা বাংলাদেশের সেরা সংগঠন হিসেবে জয় বাংলা ইয়থ পুরষ্কার জিতেছিলো। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ক্যামেরার মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন করে আসছে।

Exit mobile version