সোলার পাম্পের ওপর প্রশিক্ষণ
নাহিদ বিন রফিক (বরিশাল):
সোলার পাম্পের ওপর প্রশিক্ষণ ঃ বারি আয়োজিত সোলার পাম্পভিত্তিক হোম সিস্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ বরগুনার আমতলীস্থ উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (প্রাণিসম্পদ বিভাগ) ড. নাজমুন্নাহার।
তিনি বলেন, ফসলের জন্য সেচের প্রয়োজনীয়তা অপরিসীম। এ জন্য আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারি। আর সোলার পাম্প এ কাজের মাধ্যম হিসেবে কাজ করবে। এতে সেচের পাশাপাশি ঘরের বাতি এবং ফ্যান চালানোর ক্ষেত্রে হবে বাড়তি সুযোগ। শস্যেও উৎপাদন খরচ কমবে। কৃষক হবেন লাভবান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (মেশিনারী ও পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোলার পাম্প প্রকল্পের কনসালটেন্ট ড. মো. সিরাজুল ইসলাম।
বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ সামসুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতলীর উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম, বরগুনা সদরের উপজেলা কৃষি অফিসার মে. মোস্তাফিজুর রহমান, বারির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা তানকি আশরাফ, মো. আতাউর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এতে সোলার পাম্প সংশ্লিষ্ট ১৮ জন প্রশিক্ষণার্থী হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
পরে প্রধান অতিথি বরিশালের বাকেরগঞ্জ ও ঝালকাঠির নলছিটিতে স্থাপিত ব্রি অঙ্গের দুটি সোলার প্যানেল পরিদর্শন করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৬ শত সোলার পাম্প বসানো হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে মোট ৫০ হাজার পাম্প বসানো হবে।