বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রে মাল্টার ওপর মাঠ দিবস

মাল্টার ওপর মাঠদিবস

মাল্টার ওপর মাঠদিবস

নাহিদ বিন রফিক (বরিশাল):

মাল্টার ওপর মাঠদিবস: বারি মাল্টা-১’র উৎপাদন প্রযুক্তির ওপর এক কৃষক মাঠ দিবস ১৬ সেপ্টেম্বর বরিশালের আরএআরএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। তিনি বলেন, দক্ষিণাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে মাল্টার চাষ। এখানকার মাটি মাল্টা উৎপাদনে অনকূল থাকায় ফলনও হচ্ছে ভালো। কম জমি এবং  অল্প পুঁজিতে লাভের পরিমাণ বেশি। তাই বেকার যুবকরা ঝুঁকছেন এর বাণিজ্যিক আবাদে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন পিএসও ড. আলিমুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচি পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, এসও রাজি উদ্দিন, মো. মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মাল্টার চারা রোপণের তিন-চার বছরের মধ্যে ফলন পাওয়া যায়। ফাল্গুন থেকে চৈত্র মাসে গাছে ফুল আসে। সেপ্টেম্বর হতে ফল সংগ্রহ শুরু হয়ে চলে দুই মাস।  গাছপ্রতি ২৫০ থেকে ৩০০ ফল উৎপাদন হয়। ফল সংগ্রহের পর প্রায় দুই সপ্তাহ অপচনশীল থাকায় এর বিপণনে সমস্যা হয় না। দামও পাওয়া যায় বেশ।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *