বরিশালের বাকেরগঞ্জে সোলার পাম্পের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোলার পাম্প

সোলার পাম্প
নাহিদ বিন রফিক (বরিশাল): ব্রি ভ্রাম্যমাণ সোলার প্যানেলভিত্তিক পাম্প, ধান মাড়াইযন্ত্র এবং সোলার হোম সিস্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ আজ বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়ায় অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক হরিদাস শিকারী। তিনি বলেন, সৌরশক্তি সেচের জন্য আশীর্বাদ। রয়েছে বহুবিদ ব্যবহার। জ¦ালানী খরচ নেই। পরিবেশ থাকে অনুকূলে। তাই এর ব্যবহার যতো করবো, আমরা সুফলও পাবো ততো।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. নজরুল ইসলাম, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদার এবং বাকেরগঞ্জের উপজেলা কৃষি অফিসার মুছা ইবনে সাঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের প্রধান গবেষক ড. এবিএম জাহিদ হোসেন, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা পলাশ কুন্ডু। অনুষ্ঠানে ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা ঐশিক দেবনাথ, ফেরদৌস পারভেজ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


এনএটিপি ফেইজ-২’র অর্থায়নে ব্রি অঙ্গে দক্ষিণাঞ্চলের ৬ উপজেলার কৃষকগ্রুপের মধ্যে ইতিপূর্বে বিনামূল্যে সোলার পাম্প বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাকেরগঞ্জ এবং উজিরপুরের সোলার প্যানেলের মেকার এবং ইলেক্ট্রিসিয়ানসহ ২০ জন চাষিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *