Site icon

বরিশালে জিংকসমৃদ্ধ ধানের বাণিজ্যিকীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জিংক সমৃদ্ধ ধানের

জিংক সমৃদ্ধ ধানের

নাহিদ বিন রফিক (বরিশাল): জিংক সমৃদ্ধ ধানের বাণিজ্যিকীকরণ শীর্ষক দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা আজ বরিশালের সাগরদিস্থ ব্রি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। হারভেস্ট প্লাস আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, দেশে পর্যপ্ত খাবার আছে। তারপরও কিছুলোক পুষ্টির অভাবে ভুগছেন।পুষ্টি সম্পর্কে অজানাই এর প্রধান কারণ। তাই সবাইকে সচেতন হতে হবে। খাদ্যে পুষ্টি সরবরাহ না করে ওষুধ খাইয়ে ঘাটতি পূরণ সম্ভব নয়। সেক্ষেত্র জিঙ্কসমৃদ্ধ ধান হতে পারে আমাদের আশীর্বাদ। আর এ জন্য এর উৎপাদন ও বাজারজাতকরণের দিকে গুরুত¦ দিতে হবে সমানভাবে।


হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ড. মো. খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের(ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম, স¦াস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. বাসুদেব কুমার দাস, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, ডিএই পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ^র দত্ত, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটের (বারটান) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেন, হারভেস্ট প্লাসের অফিসার সিড সিষ্টেম মো. মজিবর রহমান, প্রোগ্রাম কো-অডিনেটর (সিবিসি প্রজেক্ট) সৈয়দ মো. আবু হানিফা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অফিসার (কমিউনিকেশন্স) সৈয়দা নুহারা বেগম।


কর্মশালায় ডিএই, ব্রি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, এটিআই, এসসিএ, বারটান, কৃষি বিপণন অধিদপ্তর, স্বস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরসহ কৃষি সংশ্লিষ্ট সরকারি- বেসরকারি ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Exit mobile version