বরিশালে ডাল, তেল ও মসলা ফসলের ওপর কর্মশালা অনুষ্ঠিত

মসলা ফসলের কর্মশালা

মসলা ফসলের কর্মশালা


নাহিদ বিন রফিক (বরিশাল):

মসলা ফসলের কর্মশালা : চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালা আজ নগরীর ব্রির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এ প্রকল্প বীজ উৎপাদনের জন্য। তাই এমন দৃষ্টিভঙ্গি রাখতে হবে যেন ডাল, তেল ও মসলাফসলের বীজের মান গুণগত হয়। সে সাথে দরকার উত্তম উপায়ে প্যাকেটজাত। আর এ জন্য প্রয়োজন সঠিক তদারকি নিশ্চিতকরণ।

ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, ডিএই পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার বিভাস চন্দ্র সাহা, ডিএই ভোলার অতিরিক্ত উপপরিচালক মো. রাশেদ হাসনাত, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা প্রমুখ।

কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনার ওপর বিস্তাারিত আলোচনা হয়। এতে কৃষকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি, এসআরডিআই, বিনা, এটিআই, কৃষি বিপণন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *