বরিশালে মানব স্বাস্থ্যে ভেষজ উদ্ভিদের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভেষজ উদ্ভিদের গুরুত্ব


নাহিদ বিন রফিক (বরিশাল): ভেষজ উদ্ভিদের গুরুত্ব : বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে গত ০২ জুলাই বরিশালের মহাবাজস্থ বারটান’র সম্মেলনকক্ষে দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান। তিনি বলেন, রোগ নিরাময়ে দরকার ভেষজ উদ্ভিদের ব্যবহার। চিকিৎসা বিজ্ঞানের শুরু থেকেই এর অবদান অনস্বীকার্য। ওষুধশিল্পে রয়েছে যার বিশেষ ভূমিকা। তাই এ জাতীয় গাছের গুণাগুণ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এতে চিকিৎসার ব্যয় হ্রাস পাবে। হবে না শরীরের কোনো পাশর্^প্রতিক্রিয়া। ভেষজ বৃক্ষ রোপণে নিজের অংশগ্রহণের পাশাপাশি অপরকে উৎসাহিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।


বারটানের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিদাস শিকারী, জেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল অদুদ খান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হোসেন, বি. এম. বিশ^বিদ্যালয় কলেজের প্রফেসর মো. রফিকুল ইসলাম, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, আন্তর্জাতিক ভট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের হাব ম্যানেজার হিরা লাল নাথ প্রমুখ।
মানব স্বাস্থ্যে ভেষজ উদ্ভিদের গুরুত্ব শিরোনামের এ সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *