বরিশালে শুরু হয়েছে কৃষি তথ্য বিস্তারে ই-কৃষির ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

কৃষি তথ্য বিস্তারে ই-কৃষির ভূমিকা

নাহিদ বিন রফিক (বরিশাল):

কৃষি তথ্য বিস্তারে ই-কৃষির ভূমিকা

বাংলার কৃষি এখন ডিজিটালাইস্ট। তথ্য প্রযুক্তির যুগে কৃষিও চলছে সমান তালে। কৃষকের হাতে ল্যাপটপ, একথা এক যুগ আগেও কল্পনায় ছিল না। এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের স্বদিচ্ছার কারণে। আজ (০২. ০৬.২০১৮ খ্রি.) নগরীর সাগরদিস্থ এআইএসল্যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ  কৃষি তথ্য বিস্তারে ই-কৃষির ভূমিকা শীর্ষক তিনদিনের এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের যেসব আইসিটি মালামাল দেয়া হয়েছে, সেগুলো সচল রাখতে হবে। নিজেদের পাশাপাশি প্রতিবেশিকেও সেবা দিতে হবে। এভাবে ছড়িয়ে যাবে এক এলাকা থেকে অন্য এলাকায়। তাহলেই কৃষি প্রযুক্তি পৌঁছে যাবে পুরো দেশে। এতে আপনারা সম্পদশালী হবেন। দেশ হবে আরো সমৃদ্ধ।

কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে এক উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলার উপ- সহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান, নেছারাবাদ উপজেলার কৃষ্ণকাঠি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ( এআইসিসি) সভাপতি মো. সালেক প্রমুখ। প্রশিক্ষণে এসএএওসহ ৩০ জন এআইসিসি সদস্য অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *