বরিশালে সবজি ফসলে জৈব পদ্ধতি ব্যবহার শীর্ষক কৃষকদের উঠান বৈঠক

সবজি ফসলে জৈবপদ্ধতি

সবজি ফসলে জৈবপদ্ধতি
নাহিদ বিন রফিক (বরিশাল): সবজি ফসলে জৈবপদ্ধতি ব্যবহার শীর্ষক কৃষকদের এক উঠানবৈঠক আজ বরিশাল নগরীর ছালাম চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব বরিশাল রূপাতলীর আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে শাসসবজি আবাদ হচ্ছে। এখন দরকার নিরাপদ এবং গুণগতমান বজায় রাখা। এ জন্য প্রয়োজন জৈব পদ্ধতি ব্যবহার। পোকা দমনে রাসায়নিকের পরিবর্তে চাই জৈব কীটনাশক প্রয়োগ। আর এ কাজে কৃষকের ভূমিকা সবার আগে। শুধু নিজে নয়, অপরকেও করতে হবে উৎসাহিত। তবেই হবে বাস্তবায়ন।
সংগঠনের সভাপতি শিব শঙ্কর বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পবিত্র কুমার দাস। মো. ফিরোজ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ভানুলাল দে, সাধারণ সম্পাদক শেখর দাস সিবু, মো. রিয়াজুল হোসেন রবিন, ওয়াহিদ আনাম তানু প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ২৫ জন সবজিচাষি অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *