Site icon

বরিশাল সদরে মাটি পরীক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাটি পরীক্ষা বিষয়ক

মাটি পরীক্ষা বিষয়ক

নাহিদ বিন রফিক (বরিশাল) : মাটি পরীক্ষা বিষয়ক ঃ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে ‘মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার’ শীর্ষক দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ আজ বরিশাল সদরের দিয়াপাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে (এআইসিসি) অনুষ্ঠিত হয়।


মাটি পরীক্ষা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসআরডিআইর আঞ্চলিক মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন। বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসরাত জাহান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এআইসিসির সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ। ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে সরেজমিনে কৃষকের মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার সুপারিশ কার্যক্রম জোরদারকরণ কর্মসূচির অর্থায়নে ২৫ জন কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কাক্সিক্ষত ফলন পেতে জমিতে সার দেয়া প্রয়োজন। আর তা হতে হবে জৈব এবং রাসায়নিকের মিশ্রণ। সাধারণত ফসলি জমির নির্দিষ্ট উর্বরতা শক্তি বিবেচনা করে প্রয়োগমাত্রা নির্ণয় করা হয়। যেহেতু জমিভেদে উর্বরতার ভিন্নতা রয়েছে। সে কারণে জমিতে নির্দিষ্ট পরিমাণে সার দেয়া হলে ফসলের জন্য পুষ্টিমান কম-বেশি হতে পারে। এতে ফলনের ওপর প্রভাব পড়ে। পুষ্টির ঘাটতি কিংবা অপচয়ও হতে পারে। তাই মাটি পরীক্ষার মাধ্যমে সার দেয়া দরকার।

Exit mobile version