Site icon

বলেশ্বর নদীর২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি:

কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ঃ বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার রাতে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জব্দকৃত জালগুলো ওই রাতেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি মো. মারাফাত ইসলামের সহযোগীতায় রবিবার রাত ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। এসময় বলেশ্বরের তাফালবাড়ী, বগী ও মাঝের চর এলাকা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। ওই রাতেই গাবতলা এলাকার বলেশ্বর নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকতা আরো জানান, ইলিশের প্রজননের জন্য অক্টোবর মাসে ২২দিন সব ধরণের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। জাটকা অবরোধের এই সময়ে তাদের অভিযান অব্যাহত থাকবে

Exit mobile version