বশেমুরকৃবির তৃতীয় সমাবর্তন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে

বশেমুরকৃবির তৃতীয় সমাবর্তন

বশেমুরকৃবি ৩য় সমাবর্তন

কৃষিসংবাদ ডেস্ক :বশেমুরকৃবির তৃতীয় সমাবর্তন

বশেমুরকৃবির তৃতীয় সমাবর্তন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বশেমুরকৃবির তৃতীয় সমাবর্তন বিকাল আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও উক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর মোঃ আবদুল হামিদ সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে অটাম ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত সময়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি সম্পন্নকারী ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করবেন।

সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করবেন।

জানা যায়,বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান স্বাগত বক্তব্য প্রদান করবেন। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয় অটাম ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৬১ জনকে পিএইচডি ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৫৩৪ জনকে এমএস ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ৪৯৬ জনকে বিএস (কৃষি) ডিগ্রি, উইন্টার ২০১২ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ১০৪ জনকে বিএস (ফিশারিজ) ডিগ্রি এবং উইন্টার ২০১৫ টার্মে ১৮ জনকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদান করা হয়েছে। সমাবর্তন উপলক্ষে মনোরম সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *