বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক দিবস

জাতীয় শোক দিবস

কৃষি সংবাদ ডেস্ক

জাতীয় শোক দিবস ঃ যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ ১৫ আগস্ট রবিবার স্বাধীনতার মহা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। এ সময়
ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকবৃন্দ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

সকালে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড। মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন ) ড. রীনা রানী সাহা, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার। এছাড়াও বারি বিজ্ঞানী সমিতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ গাজীপুর জেলা শাখা, ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, বারি কর্মচারী কল্যাণ সমিতি, বারি শ্রমিক ক্লাবের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। এ সময়
ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করছে। বাংলাদেশ একটি মানচিত্র, যে মানচিত্র আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন। তিনি কৃষিবিদদের
প্রথম শ্রেণীর কর্মকর্তা মর্যাদা দিয়ে একটি সম্মানজনক অবস্থান তৈরি করে দিয়েছেন। বঙ্গবন্ধু এদেশের মানুষের খাদ্য নিরাপত্তার কথা বলেছিলেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আজ দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি অবিলম্বে বঙ্গবন্ধুর বাকি খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *