বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টূর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্যাডমিন্টন টূর্নামেন্টের পুরস্কার

BAU-REporter

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ডিসেম্বর- ২০, ২০১৬ ঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) আয়োজিত ব্যাডমিন্টন টর্র্নামেন্ট ২০১৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ের সম্মুখস্থ মাঠে ফাইনাল খেলা শেষে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির সভাপতি মো. হাতেম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। এছাড়া প্রোক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন,অফিসার পরিষদ সভাপতি কৃষিবিদ আরীফ জাহাঙ্গীর, সহকারী প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুন, ড.মো. আজহারুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু ও বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকৃবিসাস এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আউয়াল মিয়া।
ফাইনালে কৃষিবিদ অমিত মলাকার (সময় প্রতিদিন) ও মুসফিকুর রহমান সিফাত (Observer) জুটি ২-১ সেটে কৃষিবিদ মো. হাতেম আলী (নিউ এইজ) ও আবুল বাশার মিরাজকে (কালের কন্ঠ) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টূর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান নিউ এইজ এর কৃষিবিদ মো. হাতেম আলী।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করছে। দল গুলো হলো বিজয়ের শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র বয়েজ, উত্তাল যমুনা, সর্বনাশা পদ্মা, হামার তিস্তা। দলগুলোতে কৃষিবিদ মো. হাতেম আলী (নিউ এইজ), আবুল বাশার মিরাজ (কালের কন্ঠ), মো. শাহীদুজ্জামান সাগর (প্রথম আলো), কৃষিবিদ আশিফুল ইসলাম মারুফ (যুগান্তর), কৃষিবিদ মো. আশরাফুল আলম (ইনকিলাব), মোফাজ্জল হোসেন মায়া (জনকন্ঠ), নাজিব মুবিন (ইত্তেফাক), মাহাদী হাসান (Daily Sun), , কৃষিবিদ অমিত মলাকার (সময় প্রতিদিন) ,মুসফিকুর রহমান সিফাত (Observer) মোট ১০জন প্রতিযোগি অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন দলের টীম ওনার ছিলেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *