কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, ফেব্রুয়ারি-৩, ২০১৬:
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ এর ১৬(৪) ও ১৬(৫) এবং প্রথম সংবিধির ২(২) ধারার বিধান অনুযায়ী আগামী দু’বছরের জন্য ২জন ডীন এবং ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন প্রদান করেছেন।
মনোনিত সিন্ডিকেট সদস্যগণ হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, পরিকল্পনা কমিশন-সাধারণ অর্থনীতি বিভাগ এর সদস্য(সিনিয়র সচিব) বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ড. শামসুল আলম, বগুড়া-১ আসনের সংসদ সদস্য জননেতা কৃষিবিদ আবদুল মান্নান, সাবেক ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. এ সাত্তার মন্ডল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মতিউর এবং বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ জনাব সাজ্জাদুল হাসান এবং ডিন পশুপালন অনুষদ ও ডিন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ। উল্লেখ্য আজ ৩ ফেব্রুয়ারি ২০১৬ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমানন্দ বানু স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানা যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলী আকবর নব গঠিত সিন্ডিকেট সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।।