Site icon

বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ২৯-৩০ মার্চ

বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট

দেশে উৎপাদিত ফুল নিয়ে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট‘ নামের ব্যতিত্রক্রমী মেলা। আগামী ২৯ ও ৩০ মার্চ রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী এ মেলা চলবে। ইউএসএইড-এভিসি প্রকল্প, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস), দেশি ফুল ডট কম, উইন্ড মিল অ্যাডভার্টাইজিং এবং ফুল স্টপ ডট সলিউশন্স যৌথভাবে মেলাটি আয়োজন করবে।
গতকাল ১০/৩/১৬ তারিখ বৃহস্পতিবার ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএফএসের সভাপতি আবদুর রহিম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাচ্চু খান, লোকমান হোসেন, দুলাল সরকার, নুর মোহাম্মদ, আফসার উদ্দিন, দেলোয়ারা খানম, বুশরা আলম, রিয়াজুদ্দিন মোশারফ, জহির উদ্দিন বাবর, মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০টি স্টলের অংশগ্রহণে মেলা চলাকালে ফুল প্রদর্শন, ফুলের ওপর ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও গোলটেবিল বৈঠক ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

Exit mobile version