সেইফ ফুড
কৃষি সংবাদ ডেস্কঃ বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুড এর সভাপতি ড.মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সম্পাদক কেএইচএম নাজমুল নির্বাচিত হয়েছেন। সংগঠনটির তৃতীয় সম্মেলন শেষে আগামী ২০২০-২১ বছরের জন্যে কার্যনির্বাহী এ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২০) রাজধানীর ঢাকায় ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফুড (বিএসএসএফ) এর তৃতীয় সম্মেলন শেষে আগামী দুইবছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।
দ্বিতীয় বারের মতো এ কমিটিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মাদ রফিকুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোলোজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর কেএইচএম নাজমুল হোসাইন নাজির কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (১) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর এর ফ্যাকাল্টি অব ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. খালেদ হোসাইন, সহসভাপতি (২) বিএআরসি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ক্রপ ডিভিশন) ড. মো. হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অ্যাসিসটেন্স প্রফেসর মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ সেফ বায়ো প্রোডাক্টস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সরোয়ার জাহান, প্রচার সম্পাদক পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এর মাইক্রোলোজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোযার, সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি প্রাণিসম্পদ অধিদফতরের (সিলেট) অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিদুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড রিসার্স সেক্রেটারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলোজি বিভাগের প্রফেসর ড. মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মো. নুরে আলম সিদ্দিকী।
সদস্য হিসেবে রয়েছেন বিএআরসি’র সদস্য পরিচালক ডা. মো. সাইফুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রো বায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসাইন, টোটাল এগ্রো কেয়ার সিইও ডা. মোহাম্মদ সাইফুল বাশার, পুষ্টিবিদ বিআইএইচএস জেনারেল হাসপাতাল তাসনিমা হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম।
বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুড’র সভাপতি ড. রফিকুল, সম্পাদক কেএইচএম নাজমুল নতুন এ কমিটির প্রতিটি সদস্যকে ……………………. এর পক্ষ থেকে শুভ কামনা ও অভিনন্দন জানানো হয়েছে।