বাকৃবি প্রতিনিধি
ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় মাছ ইলিশ রহস্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর এম.এ.এম. ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য
:প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আমাদের জাতীয় মাছ ইলিশ। দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। ইলিশ উৎপাদনে এই গবেষণা অনেক সহায়ক হবে। ইলিশের প্রজননের ধরণ, অভয়ারণ্য, নদীতে ডিম ছাড়ার ধরণ প্রভৃতি বিষয় জিন সিকোয়েন্সিং এর মাধ্যমে জানা যায়। এটি অনেক ইলিশের গবেষণায় বড় সাফল্য বয়ে আনবে।
ইলিশ গবেষক অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেন, ভবিষ্যতে ইলিশের গবেষণায় ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করছি। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক ও গবেষক উপস্থিত ছিলেন।