শাহীন সরদার,
ধানের বীজ বিতরণ
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষাণীদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে “ফুড সিকিউরিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যু: প্রোডাকশন এন্ড ডিসেমিনেশন অব শর্ট ডিউরেশন স্ট্রেস টলারেন্ট রাইস ভ্যারাইটিজ টু দি ফার্মারস অব বাংলাদেশ” প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এ কর্মসূচির আয়োজন করে। এ সময় ১০০ জন কৃষাণীর মাঝে বিনা-১০ ও বিনা -১১ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের “ইন্টিগ্রেটিং জেন্ডার এন্ড নিউট্রিশন উইদইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস” এর পরিচালক অ্যান্ড্রি বি. বন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পটির প্রধান গবেষক অধ্যাপক ড. লুৎফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কৃষাণীদের উদ্দেশ্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে। পাশাপাশী নারীরা দেশের কৃষির উন্নয়নে যে ভূমিকা রাখছে পরিবারে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।