বাকৃবিতে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম কৃষি বির্তক উৎসব

১ম কৃষি বির্তক উৎসব

১ম কৃষি বির্তক উৎসব
বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম কৃষি বিতর্ক উৎসব। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বাউডিএস) এই বির্তক আয়োজন করতে যাচ্ছে। এতে মোট সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় মিলে মোট ১১ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর মিলে দু’দিন ব্যাপী র‌্যালিসহ বির্তক উৎসব আয়োজিত হবে । বুধবার বেলা দেড় টার দিকে ছাত্রশিক্ষক সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান বলেন বাউডিএসের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ. মনিরুজ্জামান ।
প্রথমদিন কৃষি বিষয়ের উপর কিছু অমিংমাসিত বিষয় নিয়ে বিভিন্ন ভ্যেনু অনুষ্ঠিত হবে। পরেরদিন প্রথম দিনের বিজয়ীদের মাঝে আবার বির্তকের আয়োজন করা করা হবে। বিজয়ী ও রার্নাস আপদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
এতে আরো জানান, বিতর্ক উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে এমিরেটাস প্রফেসর ড. এম এ সাত্তার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ উপস্থিত থাকবেন।
*************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *