Site icon

বাকৃবিতে ‘ফুড ইভালুয়েশন’ শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শন

কৃষি সংবাদ ডেস্কঃ

ফুড ইভালুয়েশন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে গত ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার ফুড ইভালুয়েশন শীষক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রামান্যচিত্র প্রদর্শণের ব্যবস্থাপনায় ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিমউদ্দিনখান, উচ্চশিক্ষা গবেষণার কো-অডিনেটর প্রফেসর ড. মোঃ লুৎফুল হাসান, বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেনসহ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভের ১৫০ জন ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। এক ঘন্টা ৩২ মিনিটের ভিডিওটিতে সমসাময়িক জেনেটিক্যালি মডিফাইড ক্রপ (GMC) এর উপর বিশ্বের বিভিন্ন দেশের গবেষণা এবং ব্যবহারকারীদের মতামত প্রদর্শন করা হয়।

Exit mobile version