বাকৃবিতে বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা আয়োজিত

বাকৃবিতে বার্ষিক গবেষণা
বাকৃবিতে বার্ষিক গবেষণা

বাকৃবি প্রতিনিধি (ময়মনসিংহ)ঃ
বাকৃবিতে বার্ষিক গবেষণা ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) ২০১৭-১৮ বর্ষের গবেষণা অগ্রগতি গবেষণা বিষয়ক কর্মশালা আয়োজিত হয়। সকাল ১১ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স রুমে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাউরেসের পরিচালক অধ্যাপক ড.এম.এ.এম.ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশের রিপ্রেজেন্টটিভ রবার্ট ডজগ্লস সিমসন, কৃষি গবেষণা ফাউন্ডেমনের নির্বাহী পরিচালক ড. ওয়াইজ কবির উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড.আবদুল মান্নান বলেন “যে কোন গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে। বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এতে বাংলার কৃষকের অবদানও অনস্বীকার্য।”

উল্লেখ্য যে,গত দুই বছরে ৫১৯ টি প্রজেক্টের আওতায় মোট ২৩৪৯ টি গবেষণা সম্পন্ন করেছে বাউরেস। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে খাদ্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য খামার পর্যায়ে ৬ জন কৃষককে আশরাফ আলী খান কৃষি পুরষ্কার ২০১৯ প্রদান করছে প্রতিষ্ঠানটি। সেই সাথে বাকৃবির ১১ জন সেরা গবেষকের মাঝে সম্মানণা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *