Site icon

বাকৃবিতে বিলুপ্তপ্রায় স্বাদু পানির গাং মাগুরের কৃত্রিম প্রজনন কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বাদু পানির গাং মাগুরের কৃত্রিম প্রজনন
বাকৃবি প্রতিনিধিঃ

বিলুপ্তপ্রায় স্বাদু পানির গাং মাগুরের কৃত্রিম প্রজনন
স্বাদু পানির গাং মাগুরের কৃত্রিম প্রজনন ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিলুপ্তপ্রায় স্বাদু পানিতে গাং মাগুরের প্রজনন জীববিদ্যা ও কৃত্রিম প্রজনন প্রযুক্তির উপর খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ জুন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি পোগ্রামের (এনএটিপি) প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

স্বাদু পানির গাং মাগুরের কৃত্রিম প্রজনন ঃফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহজাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মো. ইদ্রিস মিয়া। পরে অনুষদীয় মাঠ গবেষণাগার পরিদর্শন করেন খামারিরা। প্রশিক্ষণে ময়মনসিংহের বিভিন্ন এলাকার ৩২জন মৎস্য খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিলুপ্ত প্রায় এ গাং মাগুর চাষে আগ্রহী খামারিদের পরবর্তীতে গাং মাগুরের পোনা সরবরাহ করা হবে।

 

ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, মাছের খাদ্য – পোনা – মা মাছ এই তিনটি হচ্ছে মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেও বর্তমানে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে নিরাপদ মাছ উৎপাদনে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে হ্যাচারী মালিকদের আরও এগিয়ে আসতে হবে। তিনি প্রকল্পের প্রধান গবেষককে এ গবেষণার কাজে সফলতার জন্য ধন্যবাদ জানান।

Exit mobile version