আবুল বাশার মিরাজ, বাকৃবি থেকেঃ
“কন্টিনিউং ইডুকেশন উইথ অ্যা ওয়ান হেলথ ফোকাস” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শনিবার নানা আয়োজনে উদযাপিত হয় বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৬। এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও ভেটেরিনারি ছাত্র সমিতি এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। এ সময় বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা। র্যালি শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, সম্মানিত অতিথি হিসেবে ঢাকার আমড ফোর্স মেডিকেল কলেজের কমানডান্ট মেজর জেনারেল ডা মো. ফাসিউর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর দুইটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।