কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( ময়মনসিংহ ১৬ জুন ২০২২)ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আজ ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার সকাল ৯টায় দিনব্যাপী ‘‘শস্য বীজ এর রোগ ও জীবানু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ’’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখা এর পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ। সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. পুর্ণিমা দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রফেসর ড. মোঃ
আতিকুর রহমান খোকন। অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীসহ উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগ এর শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।