Site icon

বাকৃবিতে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবিতে শিক্ষার মান

বাকৃবি প্রতিনিধি:
বাকৃবিতে শিক্ষার মান : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যেকার শিক্ষা ও গবেষণার সহযোগীতা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে ওই কর্মশালাটি আয়োজন করা হয়।


কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড শেখ আবদুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট, সম্মানিত অতিথি হিসেবে বাকৃবি রির্সাচ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. ইয়াহিয়া খন্দকার উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও মার্স্টাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. হাসনীন জাহান। পরে প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান, প্রফেসর ড.মোঃ সিরাজুল ইসলাম ও ড. মো.জহিরউদ্দিন তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপস্থাপন করেন। এরপর বিষয়গুলোর ওপর মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান ।
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সবাইকে একযোগে করতে হবে জানান জুলিয়া নিবলেট।

Exit mobile version