স্নাতক ভর্তি পরীক্ষা
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে বাকৃবিসহ আরও ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান ও ভর্তি কমিটির সদস্যরা ভর্তি কেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, সকল শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই সমন্বিত পরীক্ষা নেওয়া। প্রতিবছরের ন্যায় এবছরও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ।
এবছর মোট ৩৫৫৫ আসনের বিপরীতে প্রায় ৭৬ হাজার আবেদনকারীর মধ্যে মাত্র ৩৫৯৮২ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও পরীক্ষায় উপস্থিত ছিল প্রায় ৮০% শিক্ষার্থী। ভর্তির রেজাল্ট ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd ) পাওয়া যাবে।