Site icon

বাকৃবির নতুন প্রক্টর প্রফেসর ড. মো.আতিকুর রহমান খোকন

বাকৃবির নতুন প্রক্টর
বাকৃবি প্রতিনিধি

বাকৃবির নতুন প্রক্টর ঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভাকক্ষে বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দাস, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, সহকারী প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল আলম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান চৌধুরী, বিভিন্ন পেশাজীবি ও ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ প্রমুখ।

Exit mobile version