Site icon

বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

কৃষককে পিটিয়ে হত্যার

কৃষককে পিটিয়ে হত্যার
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার  জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের সালাম হাওলাদারকে(৫৫) প্রতিবেশী শত্রু পক্ষের লোকেরা মারপিট করে। বেলা ১২টার দিকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. উমামা হক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বাড়ি সংলগ্ন একটি মৎস্য ঘের নিয়ে প্রতিবেশী চাচাতো ভাই হেলাল হাওলাদারের সাথে বিরোধ ছিল সালামের। ওই জমিতে মাটি কাটতে গেলে হেলাল ও তার ভাগনে লাল মিয়া তাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে বলে দাবি করেছেন সালাম হাওলাদারের দুই ছেলে মিলন ও মিজান হাওলাদার।
তবে এ অভিযোগ অস্বিকার করে হেলাল হাওলাদার বলেন, মাটি কাটা নিয়ে বাকবিতন্ডা হয়েছে। ওই সময় সালাম হাওলাদার হঠাৎ পড়ে যান। সে হয়তো স্ট্রোক করে মারা গেছে। আগেও তার সেট্রাক ছিল। তাকে মারপিট করা হয়নি।
এ সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version