জাল পুড়িয়ে ধ্বংস
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি:
জাল পুড়িয়ে ধ্বংস : বাগেরহাটের শরণখোলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জব্দকরা ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বলেশ্বর নদ ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগীতায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। কিন্তু অভিযানকালে অসাধু জেলেদের কাউকে পাওয়া যায়নি।
মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধবংস হওয়ায় এই জাল ব্যবহার নিষিদ্ধ। জব্দ করা জালগুলো উপজেলা পরিষদের কাছে বান্দাঘাটা এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।