Site icon

বারি’তে প্রতিকূল পরিবেশ মোকাবেলায় কৃষিতাত্তিক গবেষণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রতিকূল পরিবেশ মোকাবেলায়ঃ

প্রতিকূল পরিবেশ মোকাবেলায়

কৃষি সংবাদ ডেস্ক
প্রতিকূল পরিবেশ মোকাবেলায়ঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কৃষিতত্ত¡ বিভাগের উদ্যোগে ‘প্রতিকূল পরিবেশ মোকাবেলায় কৃষিতাত্তি¡ক গবেষণা’ শীর্ষক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২৪ ফেব্রæয়ারি ২০২১ মঙ্গলবার বারি’র সেমিনার কক্ষে শুরু হয়েছে। ‘এনএটিপি-২, পিআইইউ-বিএআরসি’র অর্থায়নে আয়োজিত ২৪-২৮ ফেব্রæয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করছেন।

সকালে বারি’র সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মুল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, বিএআরসি’র পরিচালক (এনএটিপি-২, পিআইইউ-বিএআরসি) ড. মো. হারুনূর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র কৃষিতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, এখন পর্যন্ত কৃষিতে আমাদের অনেক সাফল্য থাকলেও কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। দেশে বর্তমানে মোট জমির প্রায় ৬০% কৃষি কাজের জন্য প্রতিকূল। যার মধ্যে রয়েছে হাওর, লবণাক্ত জমি, পাহাড়াঞ্চল, বরেন্দ্র ভূমি ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের এক ইঞ্চি মাটিও পতিত রাখা যাবে না, চাষাবাদের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য এসব প্রতিকূল জমি কৃষির আওতায় নিয়ে আসতে হবে। তাই আমাদের বিজ্ঞানীদের এসব প্রতিকূল জমিতে চাষাবাদের উপযোগী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা এ বিষয়ে সম্যক জ্ঞান লাভ করবে।

Exit mobile version