দুস্থদের মাঝে ত্রাণ
কৃষি সংবাদ ডেস্কঃ
দুস্থদের মাঝে ত্রাণ : দেশে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে প্রভাবে বেকার হয়ে যাওয়া গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর অফিসার্স ক্লাব। আজ ০১ এপ্রিল বুধবার ক্লাবের পক্ষ থেকে ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ প্যাকেট লবণ এবং ১টি করে কাপড় কাঁচা ও গায়ে মাখার সাবান।
সকালে বারি অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বারি’র পরিচালক ( সেবা ও সরবরাহ) জনাব মো. হাবিবুর রহমান শেখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আশরাফ হোসেন, বারি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহা. সহিদুজ্জামান, বারি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শ্যামল ব্রহ্ম সহ বারি অফিসার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে দেশের এ দুর্যোগে অসহায় গরীব ও কর্মহীন বেকার জনগোষ্ঠীর সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।