প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি
কৃষি সংবাদ ডেস্কঃ
প্রযুক্তিগত সহযোগিতা : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই লিমিটেড) এর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ ১৫ জানুয়ারি ২০২০ বুধবার রাজধানীর এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ এবং এসিআই এগ্রিবিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রযুক্তিগত এই সহযোগিতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষ ফসল গবেষণা, উন্নয়ন এবং কৃষিতাত্ত্বিক কার্যক্রমের উন্নতিতে একে অপরকে সহযোগিতা করবে। উভয় পক্ষ তাদের গবেষণা কর্মসূচি এগিয়ে নিতে একে অপরের মধ্যে প্রযুক্তির বিনিময় করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. মিয়ারুদ্দিন, এসিআই এগ্রিবিজনেস এর পরামর্শক অধ্যাপক ড. এম এ সিদ্দিক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।