বাকৃবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন

বাংলাদেশ কৃষিবাকৃবি ক্রীড়া অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) মার্চ – ২১ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধনী গত (২১ মার্চ ২০১৬) সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক কমিটির সদস্য-সচিব এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড.সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং প্রোক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সাবেক ছাত্র, বিশ্ববিদ্যালয়ের এক সময়ের সেরা অ্যাথলেট সুজিত কুমার সাহা পিন্টু অলিম্পিক মশাল নিয়ে মাঠ পদক্ষিণ করে আনুষ্ঠানিক ভাবে মশাল প্রজ্জ্বলন করেন।পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর সকল অনুষদের ডীনগণদের নিয়ে বেলুন, পায়ড়া, উড়িয়ে এবং জাতীয় পতাকা ও অনুষদীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে গত কাল রবিবার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের নেতৃত্বে অলিম্পিক মশাল প্রজ্জলন আনন্দ র‌্যালী ক্যাম্পাসের বিভিন্ন হল পদক্ষিণ করে।র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারিগণ অংশ গ্রহণ করে।
পরে সন্ধ্যায় ভাইস-চ্যান্সেলর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিভিন্ন ইভেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করায় ‘কৃষি অনুষদ’কে চ্যাম্পিয়ান ট্রফি প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *