ডিম প্রদান
কৃষি সংবাদ ডেস্কঃ
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের ত্রাণ তহবিলে ১৫৬০টি ডিম প্রদান করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসে বিধ্বস্ত বিশে^র অংশ আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে কর্মহীন, অসহায় ও দরিদ্র লোকদের জরুরী খাদ্য সহায়তার জন্য সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অসহায় লোকদের খাদ্য সহায়তা প্রদান কর্মসূচী অব্যাহত রেখেছেন। মাননীয় মেয়রের আন্তরিক প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শন ও দেশের এই বিপদের মুহুর্তে যার যতটুকু সম্ভব তাই নিয়ে এগিয়ে আসা উচিত এ দায়িত্ববোধ থেকেই ক্ষুদ্র পরিসরে হলেও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এগিয়ে এসেছে।
সহায়তার অংশ ডিম হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সম্মানিত প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক ড. মো: হেমায়েতুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: ইসমাইল হক, সহ-সভাপতি মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা: মো: রিয়াজুল ইসলাম, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ, এবং ভেটেরিনারি সার্জন ডা: মো: ফরহাদ হোসেনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচরিীবৃন্দ। উক্ত সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার ব্যক্তিগত ভাবে ত্রাণ সহায়তার জন্য মাননীয় মেয়রের কাছে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন। মাননীয় মেয়র বাংলাদেশ লাইভস্টক সোসাইটির নেতৃবৃন্দ বিশেষ করে সভাপতি প্রফেসর ড. সরদারকে সমিতি ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ও ডিম প্রদানের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রফেসর ড. সরদার ও ড. হেমায়েতুল ইসলাম বলেন যে, দুইটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য ত্রাণ হিসেবে ডিম প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমত: ডিম যদি ত্রাণ হিসেবে প্রদান করা হয় তবে ভক্ষণকারীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত: ডিমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার কারনে খামারিগণ তাদের ডিম নিরবিচ্ছিনভাবে, স্বাচ্ছন্দে ও ন্যয়সংগত মূল্যে বিক্রি করতে পারবে। ড. সরদার ত্রাণ বিতরণকারী সকল সরকারি ও বেসরকারি সংস্থা ও ব্যক্তিকে ত্রাণের উপকরণ হিসেবে ডিম ও দুধ অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন।