বিএসসি ইঞ্জিনিয়ারিং এর দাবীতে হাবিপ্রবি সিএসই অনুষদের মানববন্ধন

হাবিপ্রবি সিএসই অনুষদের মানববন্ধন

হাবিপ্রবি সিএসই অনুষদের মানববন্ধন

আব্দুল মান্নান, হাবিপ্রবিঃ

হাবিপ্রবি সিএসই অনুষদের মানববন্ধন

দিনাজপুর হাজী ম্মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) কম্পিঊটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৬ দাবীতে মানব বন্ধন পালন করেছে ।

মানব বন্ধনে শিক্ষার্থীরা নিম্নোক্ত ৬ দফা দাবী তুলে ধরেন-(১)ডিগ্রি সমূহ বিএসসি ইন সিএসি/ইসিই/ইইই হতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসি/ইসই/ইইই করতে হবে(২)ডিগ্রি সমুহ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারর্স  বাংলাদেশ এর সদস্য প্রাপ্তির জন্য ব্যবস্থা গ্রহন করতে হবে (৩)শিক্ষক সংকট নিরসন করতে হবে(৪)সিএসি,ইসই,ইইই এর মাস্টার্স ডিগ্রি চালু করতে হবে (৫)ক্লাস রুম সংকট নিরসন করতে হবে (৬)ল্যাব সমস্যার সমাধান করতে হবে ।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলন, যে কোন যৌক্তিক দাবী বিশবিদ্যালয় প্রশাসন মেনে নিবেন বলে আমি মনে করি ।আর  সে জন্য তোমাদেরকে একটা যৌক্তিক সময় দিতে হবে ।আশা করি তোমরা আমাদের সে সময় দিবে ।

বিশ্ববিদ্যালয়ের প্রকটর প্রফেসর ডাঃ মোঃ খালেদ হোসেন বলেন, আমি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের বক্তব্যের সাথে একমত পোষণ করছি এবং খুব দ্রুত যাতে তোমাদের বিদ্যমান সমস্যা গুলোর একটি সুষ্ঠ সমাধান বের করা যায় সে তোমাদের শিক্ষকদের নিয়ে আমরা একটি শক্তিশালী টিম গঠণ করার জন্য স্যারকে বলব ।এরপর তিনি  মানব বন্ধন  প্রত্যাহার করে শিক্ষার্থীদের  ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়ার আহবান জানান ।

পরে শিক্ষার্থীদের একটি  প্রতিনিধিদল রেজিস্ট্রার বরাবর স্মারক লিপি প্রদান করার জন্য যায় এবং সেদিনের জন্য মানব বন্ধন প্রত্যাহার করে নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *