বাকৃবিতে মাসব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ

 বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণশিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণীকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম. মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেনিং কোর্সের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী , প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, পশু পালন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিটিআইর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তাদের পেশাগত ক্ষেত্রের প্রশিক্ষণ দেওয়া হয় না। তিনি আরও বলেন শুধু ভাল রেজাল্ট করলেই কখনও ভাল শিক্ষক হওয়া যায় না, একজন শিক্ষকের দূর্বলতা ও ত্রুটি গুলো দূর করার মাধ্যমেই ভাল মানের শিক্ষক হওয়া সম্ভব। এজন্য এধরনের প্রশিক্ষনের বিকল্প নেই।

সেলফ অ্যাসেসমেন্ট ফর দ্যা ডিভিএম প্রোগ্রাম শীর্ষক কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কর্তৃক আয়োজিত ‘সেলফ অ্যাসেসমেন্ট ফর দ্যা ডিভিএম পোগ্রাম শীর্ষক এক কর্মশালা গত ২২ মে ২০১৭ বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মাহবুব মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের শিক্ষক ও সদস্য, সেলফ অ্যাসেসমেন্ট কমিটি প্রফেসর ড মোঃ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড মোঃ মোশারফ উদ্দীন ভূঞা। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, আমি আশা করছি শিক্ষার গুণগত মানোন্নয়নে আজকের কর্মশালা ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের স্বার্থে বর্তমান প্রতিযোগিতামূলক বাজাওে টিকে থাকতে হলে আমাদের কোর্স কারিকুলাম আধুনিকায়নের কোন বিকল্প নাই। পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *