এ বছর বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭ পালিত হবে ২৯ এপ্রিল

বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭

আবদুর রহ বিশ্ব ভেটেরিনারি দিবসমান (রাফি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেঃ

বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭

এবছর বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হবে ২৯ এপ্রিল,২০১৭ । প্রতিবছর সারা বিশ্বে প্রাণি স্বাস্থ্য, প্রাণি অধিকার এবং ভেটেরিয়ানদের অবদান তুলে ধরতে এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়ে থাকে।

প্রতিবছর একটি ভিন্ন প্রতিপাদ্য নিয়ে এ দিবস পালিত হয়ে থাকে। এ বছরের প্রতিপাদ্য হলো “Antimicrobial Resistance – From Awareness to Action ”. এ বছর ভেটেরিনারি দিবস জমজমাটভাবে আয়োজনের লক্ষ্যে প্রাণি সম্পদ অধিদপ্তরে ডা.এ.কে.এম.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় “বিশ্ব ভেটেরিনারি দিবস” আয়োজনের নির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে ডিএলএসের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও দি ভেট এক্সিকিউটিভের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *