বাকৃবি প্রতিনিধি
বাকৃবিঃ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সেমিনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও ভেটেরিনারি ছাত্র সমিতি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষদীয় ডিন অধ্যাপক ড. মাহবুব মোস্তফা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শোভাযাত্রা শেষে মিলানায়তনে সেমিনারের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন, ড. মো. রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সিয়াম আহমেদ, মাহ্দী হাসান প্রমুখ। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিচিং ভেটেরিনারি হাসপাতালে দিনব্যাপী গবাদিপশুর প্রতিষেধক প্রদানের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ক্যাম্পাসে শোভাযাত্রা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগ এবং ভেটেরিনারি ছাত্র সমিতির যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ভেটেরিনারি দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘এন্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স- ফর্ম অ্যাওয়ারনেস টু এ্যাকশন।’
এছাড়াও পবিপ্রবিতে ও নানা আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ক্যাম্পাসে শোভাযাত্রা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করা হয়।