আবদুর রহ মান (রাফি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেঃ
বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭
এবছর বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হবে ২৯ এপ্রিল,২০১৭ । প্রতিবছর সারা বিশ্বে প্রাণি স্বাস্থ্য, প্রাণি অধিকার এবং ভেটেরিয়ানদের অবদান তুলে ধরতে এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়ে থাকে।
প্রতিবছর একটি ভিন্ন প্রতিপাদ্য নিয়ে এ দিবস পালিত হয়ে থাকে। এ বছরের প্রতিপাদ্য হলো “Antimicrobial Resistance – From Awareness to Action ”. এ বছর ভেটেরিনারি দিবস জমজমাটভাবে আয়োজনের লক্ষ্যে প্রাণি সম্পদ অধিদপ্তরে ডা.এ.কে.এম.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় “বিশ্ব ভেটেরিনারি দিবস” আয়োজনের নির্বাহী কমিটি গঠন করা হয়।
এতে ডিএলএসের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও দি ভেট এক্সিকিউটিভের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।