নিজস্ব সংবাদদাতাঃ
বীজমান বিষয়ে প্র্রশিক্ষণ ঃবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা) উপকেন্দ্র জামালপুরের প্রশিক্ষণ হলে জেলা বীজ প্রত্যয়ন অফিস জামালপুর কর্তৃক ভ্রাম্যমান বীজ পরীক্ষাগারের মাধ্যমে বীজ পরীক্ষা কাযর্ক্রম জোরদারকরণ কর্মসূচীর অর্থায়নে সম্প্রতি দিন ব্যাপী জামালপুর জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন বীজ উৎপাদনকারী ও বীজ ডিলারদের “মানসম্পন্ন বীজ উৎপাদন,সংরক্ষণ ও বীজমান বিষয়ে 01(এক) দিনের প্র্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডঃ মোঃ রফিকুল ইসলাম,আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার,ঢাকা অঞ্চল ,ঢাকা এবং সম্মানিত অতিথি হিসেবে আহমেদ কবীর, জেলা প্রশাসক,জামালপুর মহোদয় উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম ,উপ-পরিচালক, খামারবাড়ী, ডিএই,জামালপুর, মোঃ আখতারুজ্জামান,জেলা বীজ প্রত্যয়ন অফিসার,বীজ প্রত্যয়ন এজেন্সী,শেরপুর এবং ডঃ রীমা আশরাফী,উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিসার ইনচার্জ বিনা উপকেন্দ্র,জামালপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ মুজাহিদ নোমানী,ব½বন্ধু জাতীয় কৃষি পুরস্কার-1423 প্রাপ্ত জেলা বীজ প্রত্যয়ন অফিসার,বীজ প্রত্যয়ন এজেন্সী,জামালপুর। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিস,বীজ প্রত্যয়ন এজেন্সী,জামালপুর কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণে এই প্রথম বারের মত আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।জনাব শেখ মোঃ মুজাহিদ নোমানী,জেলা বীজ প্রত্যয়ন অফিসার জামালপুর কর্তৃক ভিত্তি ও প্রত্যায়িত বীজের মান নিশ্চিতকরণে নিয়মিত বীজ মাঠ ও বীজ দোকান পরিদর্শন,মার্কেট মনিটরিং, মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় এবং বীজ আইন ও বীজ বিধি বাস্তবায়নে উনার কর্মতৎপরতা ও নিরলস পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয়। তাদের ক্ষেত্রে তাঁর সঙ্গে আমার হঠাৎ দেখা হয়েছে দেওয়ানগঞ্জের সেই প্রত্যন্ত সানন্দবাড়ী এলাকায়। তাঁর স্বতস্ফূর্ত আগ্রহের জন্যই আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি। এ জন্য উনাকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
জেলা প্রশাসক মহোদয় আরও বলেন যে, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে জামালপুরের জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব শেখ মো: মুজাহিদ নোমানী সাহেব “ প্রত্যায়িত বীজ চেনার সহজ উপায় এবং আসল নকল প্রত্যয়ন ট্যাগ চেনার মাধ্যমে প্রতারণা হতে রক্ষা পাওয়ার সহজ পদ্ধতি ” এবং “প্রত্যায়িত বীজের কথা” বিষয়ক ০৩টি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা এই হলরুমে আপনাদের দুই পাশে টাঙানো আছে। আপনারাও আপনাদের বীজ দোকানে বা বীজ বিক্রয় কেন্দ্রে এই উদ্ভাবন ০৩ টি টাঙিয়ে রাখবেন যাতে বীজ ক্রেতা ও সাধারণ কৃষক ভিত্তি এবং প্রত্যায়িত বীজ নিশ্চিত হয়ে কিনতে পারেন। তাছাড়া আঞ্চলিক ভাষায় “ভাল বীজ চিনমু ক্যামনে”-নামে একটি ছোটনাটকও লিখেছেন যা নিয়ে একটি প্রামাণ্যচিত্র বা টেলিফিল্ম নির্মানের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ হতে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে বলে জানান। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন যে, আমি আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বীজ প্রত্যয়নের ক্ষেত্রে কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ, প্রকাশনা এবং প্রচারণা বিষয়ক কর্মকান্ডের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য গত মার্চ ২০১৮ ইং মাসে ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে কৃষিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “ব½বন্ধু জাতীয় কৃষি পুরষ্কার-১৪২৩” গ্রহণ করেন। আরও উল্লেখ্য যে,“ দীর্ঘ ১৫ বছর পরে উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিনিই একমাত্র কর্মকর্তা হিসেবে জামালপুর জেলায় এই পুরষ্কার নিয়ে আসলেন এবং ১৯৭৪ সালে বীজ প্রত্যয়ন এজেন্সী প্রতিষ্ঠার ৪৪ বছর পর বীজ প্রত্যয়ন এজেন্সীর একজন কর্মকর্তা প্রথমবারের মত এই জাতীয় পুরষ্কার অর্জন করলেন যা আপনাদের জন্য এবং জামালপুর জেলার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাই আপনারা জামালপুরে প্রত্যায়িত বীজ উৎপাদন এবং প্রত্যায়িত বীজ ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করে জামালপুরের সুনাম বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।“ আর সার বীজের মান নিয়ে প্রতারণা করবে,মিথ্যা তথ্য প্রদান করবে তাদের কাউকে কোন ছাড় দেয়া হবে না। সদ্য পাশকৃত বীজ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান অতিথি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, এসসিএ, ঢাকা অঞ্চল, ঢাকা ড: মো: রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথিবৃন্দ কৃষক পর্যায়ে বীজ মান নিশ্চিতকরণ এবং বীজ সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন। কৃষক প্রশিক্ষণের শেষ পর্যায়ে প্রধান অতিথি অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং সভাপতি শেখ মো: মুজাহিদ নোমানী, জেলা বীজ প্রত্যয়্ন অফিসার অত্যন্ত কষ্ট করে এবং মূল্যবান সময় প্রদান করে এই কৃষক প্রশিক্ষণ কর্মসূচীকে সাফল্যমন্ডিত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরো অনুষ্ঠানের সঞ্চালন এর দায়িত্ব পালন করেন অনুপ সিংহ, বীজ প্রত্যয়ন অফিসার, এসসিএ, জামালপুর।